Wellcome to National Portal
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ সেপ্টেম্বর ২০১৮

ভবিষ্যৎ পরিকল্পনা

ভবিষ্যৎ পরিকল্পনা

         একটি আধুনিক সমৃদ্ধময় শোষণমুক্ত দেশ গড়ার অঙ্গীকার সন্ত্রাসমুক্ত পরিবেশ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ নিম্নোক্ত কার্যাবলী সম্পাদন/বাস্তবায়ন :

১। পরিষদের নিকট সরকারের ন্যস্ত ২৮ টি বিভাগের কার্যক্রম পরিচালনা, তদারকী, তত্ত্বাবধান ও সমন্বয়   

       সাধন।

২। পরিষদের নিজস্ব উন্নয়ন কর্মসূচি এবং ন্যস্ত বিভাগের বিভাগীয় কার্যক্রমের আওতায় নিম্নবর্ণিত উন্নয়ন প্রকল্প ও কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন:

  • (২.১) প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, সাধারণ পাঠাগার ও ছা্ত্রাবাস সস্থা এবং রক্ষণাবেক্ষণ, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ ও উন্নয়নের জন্য আর্থিক মঞ্জুরী প্রদান, শিক্ষা বৃত্তি প্রদান, গরীব ও দুঃস্থ শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক সরবরাহ।
  • (২.২)হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপন ও পরিচালনা, গরীব ও দুঃস্থদের চিকিৎসা সাহায্য প্রদান, ধাত্রী প্রশিক্ষণ, ধাত্রী প্রশিক্ষণ ও পরিবার পরিকল্পনা কার্যক্রম গ্রহণ/বাস্তবায়ন।
  •  (২.৩) কৃষি উন্নয়নের লক্ষ্যে কৃষি খামার স্থাপন ও রক্ষণাবেক্ষণ, উন্নত কৃষি যন্ত্রপাতি প্রচলন ও কৃষকগনকে উক্ত যন্ত্রপাতি সরবরাহ, ভূমি ব্যবহার ও পুনরূদ্ধার, বৃক্ষ রোপন ও বনায়ন এবং কৃষি পূণর্বাসন কর্মসূচি বাস্তবায়ন।
  • (২.৪) জাতীয় এবং উপজাতীয় সংস্কৃতি চর্চা, উন্নয়ন, সংরক্ষণ, পাবলিক হল ও কমিউনিটি সেন্টার স্থাপন, বিভিন্ন দিবস উদযাপন, স্থানীয় ঐতিহাসিক ও আদি বৈশিষ্ট্যসমূহ সংরক্ষণ এবং ক্রীড়ার মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন।
  •  (২.৫) ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন এবং হাট বাজার স্থাপন, নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে গ্রামাঞ্চলে উৎপাদিত পণ্যসামগ্রীর বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি করা।
  •  (২.৬) যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার উন্নয়নের জন্য ব্রীজ, কালভার্ট, রাস্তা-ঘাট, সিঁড়ি নির্মাণ ও সংরক্ষণ।
  •  (২.৭) গৃহপালিত পশু-পাখি ও হাঁস-মুরগীর খামার/হাসপাতাল স্থাপন ও পরিচালনা, উন্নত প্রজাতির গবাদি পশু সংরক্ষণ ও উন্নয়নে সহযোগিতা প্রদান।
  •  (২.৮) মৎস্য সম্পদ উন্নয়ন ও সেচ সুবিধা সৃষ্টির জন্য বাঁধ ও গোদা নির্মাণ/সংস্কার, পুকুর খনন ও উন্নয়ন, মৎস্য কামার স্থাপন ও মৎস্য চাষ সম্প্রসারণে সহযোগিতা প্রদান।
  •  (২.৯) মানব সম্পদ উন্নয়ন ও দারিদ্রতা হ্রাসকরণের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি এবং সমাজ সেবামূ লক কর্মসূচি গ্রহণ, দুঃস্থ ও এতিমদের কল্যাণার্থে আশ্রয় সদন পরিচালনা ও অনুরূপ সেবামূলক প্রতিষ্ঠানকে সহায়তা প্রদান।
  •  (২.১০) সমবায় সমিতি গঠন ও উন্নয়নের জন্য সহায়তা প্রদান, সমবায় ভিক্তিক আর্থ-সামাজিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য উৎসাহ ও সহযোগিতা প্রদান এবং
  • (২.১১) নিরাপদ পানীয় জলের উৎস সৃষ্টি ও পানীয় জল সরবরাহের লক্ষ্যে রিংওয়েল, টিউবয়েল স্থাপন ও সংরক্ষণ, পানীয় জলের প্রাকৃতিক উৎসসমূহ যথাযথ সংরক্ষণ এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন।