Wellcome to National Portal
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st August ২০২১

এক নজরে জেলা পরিষদ

এক নজরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ:

বান্দরবান পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ আইন, ১৯৮৯(১৯৮৯ সনের ২১ নং আইন) এর মাধ্যমে পরিষদ গঠিত হয়। ২৫ জুন ১৯৮৯ সনে বান্দরবান পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদের প্রথম প্রত্যক্ষ নির্বাচন অনুষ্ঠান হয়। ১১ জুলাই ১৯৮৯ বান্দরবান জেলা স্থানীয় সরকার পরিষদের নিকট ক্ষমতা হস্তান্তর করা হয় এবং ১২ জুলাই ১৯৮৯ আনুষ্ঠানিকভাবে বান্দরবান পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদের কার্যক্রম শুরু হয়।

পরিষদের গঠন:

চেয়ারম্যান           - ০১ জন (উপজাতীয়)

উপজাতীয় সদস্য       - ১৯ জন

অ-উপজাতীয় সদস্য  – ১১ জন

মোট               - ৩১ জন

 

উপজাতীয় সদস্যদের বিভাজন:

০১। মারমা ও খেয়াং          – ১০ জন

০২। ম্রো                          - ০৩ জন

০৩। তঞ্চঙ্গ্যা                    – ০১ জন

০৪। বম, লুসাই ও পাংখো   – ০১ জন

০৫। চাকমা                      – ০১ জন

০৬। খুমী                         – ০১ জন

০৭। চাক                        – ০১ জন

০৮। ত্রিপুরা ও উসাই       – ০১ জন

         মোট                     - ১৯ জন

 

১৯৯৮ সনের ১১ নং আইনের মাধ্যমে বান্দরবান জেলা স্থানীয় সরকার পরিষদ আইনের বিভিন্ন ধারার বেশ কিছু সংশোধনী আনয়ন করা হয় এবং বান্দরবান পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ নামটি পরিবর্তন করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ রাখা হয়। পরিষদে আরো ০৩ জন মহিলা সদস্য বৃদ্ধি করা হয়(০২ জন উপজাতীয়, ০১ জন অ-উপজাতীয়)।

 

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ(সংশোধন) আইন, ২০১৪ মোতাবেক ০৫ সদস্যের পরিবর্তে ১৫ সদস্য বিশিষ্ট {০১(এক) জন চেয়ারম্যান যিনি উপজাতীয় হইবেন এবং ১৪(চৌদ্দ) জন সদস্য} অন্তবর্তীকালীন পরিষদ গঠিত হয়।

 

বর্তমান পরিষদ:

পদবী

সংখ্যা

নাম

চেয়ারম্যান(যিনি উপজাতীয় হইবেন)

০১ জন

১) জনাব ক্য শৈ হ্লা

সদস্য

১৪ জন

-----------

মারমা উপজাতি হইতে মনোনীত

০৩ জন

০২) জনাব ক্যসাপ্রু 

০৩) জনাব শৈহ্লাচিং বাশৈচিং মারমা

০৪) জনাব দুড়িমং মারমা

তঞ্চঙ্গ্যা ও চাকমা উপজাতি হইতে মনোনীত

০১ জন

০৫) জনাব কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা

ম্রো(মুরং) উপজাতি হইতে মনোনীত

০১ জন

০৬) জনাব সিংইয়ং ম্রো

ত্রিপুরা উপজাতি হইতে মনোনীত

০১ জন

০৭) জনাব সত্যহা পানজি ত্রিপুরা

চাক উপজাতি হইতে মনোনীত

০১ জন

০৮) জনাব ক্যানেওয়াং চাক

বম, লুসাই ও পাংখোয়া উপজাতি হইতে মনোনীত

০১ জন

০৯) জনাব জুয়েল বম

অ-উপজাতি হইতে মনোনীত

০৩ জন

১০) জনাব মোজাম্মেল হক বাহাদুর

১১) জনাব লক্ষীপদ দাস

১২) জনাব মাহাবুবুর রহমান

খিয়াং ও খুমী উপজাতি হইতে মনোনীত

০১ জন

১৩) জনাব সিঅং খুমী

উপজাতীয় মহিলা হইতে মনোনীত

০১ জন

১৪) মিসেস তিং তিং ম্যা

অ-উপজাতীয় মহিলা হইতে মনোনীত

০১ জন

১৫) মিসেস ফাতেমা পারুল

 

পরিষদের মেয়াদ

১৯৮৯ সনের ২১ নং আইনের ১০ নং ধারা অনুযায়ী পরিষদের মেয়াদ প্রথম অধিবেশনের তারিখ হইতে ০৩ বছর। ১৯৯৮ সনের ১১ নং আইনের মাধ্যমে তা সংশোধন করে ০৫ বছর করা হয়। ২৫ জুন ১৯৮৯ পরিষদের প্রথম প্রত্যক্ষ নির্বাচন হবার পর অদ্যাবধি আর কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি।