২০ জুন ২০২১ সকাল ৯.৩০ টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চত্বরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক এর উপস্থিতিতে বান্দরবান জেলার প্রতিটি ইউনিয়নের নারীদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে এবং প্রান্তিক কৃষক ও বিভিন্ন প্রতিষ্ঠানে মিশ্র ফলদ চারা ও গরু বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোঃ মেসবাহুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ আসাদুল্লাহ, বান্দরবান জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব ক্য শৈ হ্লা, মুখ্য নির্বা হী কর্মকর্তা জনাব এ টি এম কাউছার হোসেন, সদস্যবৃন্দ, কৃষি সম্প্রসারণ বিভাগ, বান্দরবানের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগীগণ।