Wellcome to National Portal
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ August ২০২০

১৫ আগস্ট ২০২০ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে পরিষদ চত্বরে মুজিব শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে পরিষদ চত্বরে স্থাপিত ম্যূরাল ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ এর শুভ উদ্বোধন, আলোচনা সভা, ডিসকভার বান্দরবান(ইংরেজি) এর মোড়ক উন্মোচন এবং ক্রীড়া সামগ্রী, সাংস্কৃতিক সরঞ্জাম, কৃষি সরঞ্জাম, গাভী, মৎস্য পোনা ও যুব ঋণ বিতরণ ইত্যাদি। সকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি। সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব ক্য শৈ হ্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব এ টি এম কাউছার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রেজা সারোওয়ার। আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, ন্যস্ত বিভাগ ও অন্যান্য সরকারি বিভাগের প্রধানগণ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ শেখ শহিদুল ইসলাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


প্রকাশন তারিখ : 2020-08-15