২৮ সেপ্টেম্বর ২০২০ সকাল ১০.০০ টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনদের অংশগ্রহণে সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জনাব ক্য শে হ্লা। সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. রমা রানী রায় । আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব জনাব সজল কান্তি বণিক, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব এ টি এম কাউছার হোসেন, জেলা পরিষদের সদস্যবৃন্দ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব তাসনিম জেবিন বিনতে শেখ, ন্যস্ত বিভাগের প্রধানগণ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ শেখ শহিদুল ইসলাম ও পরিষদের কর্মকর্তাবৃন্দ।