কোভিড-১৯ প্রতিরোধে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কর্তৃক গৃহিত বিভিন্ন কর্মসূচির অংশ বিশেষ বিভিন্ন স্বেচ্ছাসেবী ছা্ত্র সংগঠন যথাক্রমে যুব রেড ক্রিসেন্ট বান্দরবান, বান্দরবান স্টুডেন্টস এসোসিয়েশন, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল, বান্দরবান, প্রথম আলো বন্ধুসভা, বান্দরবান মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন, বাংলাদেশ খিয়াং স্টুডেন্টস এসোসিয়েশন, বিডি ক্লিন বান্দরবান, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম এর সদস্যদের সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবী দল গঠন করে অদ্য ২৪ মার্চ ২০২০ বিকাল ৩.০০ টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অডিটরিয়ামে একদল চিকিৎসকের নেতৃত্বে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়। এ স্বেচ্ছাসেবী দলসমূহ বান্দরবানের দু’টি পৌরসভাসহ সাতটি উপজেলায় কাজ করবে। তাদের নিরাপত্তা ও গৃহিত কর্মসূচি বাস্তবায়নের নিমিত্তে জেলা পরিষদের পক্ষ হতে স্প্রে মেশিন, প্রোটেকটিভ কোট, গ্লাভস, মাস্ক, গামবোট, ব্লিচিং পাউডার ইত্যাদি বিতরণ করা হয়।