২০ সেপ্টেম্বর ২০২০ সকাল ৯.৩০ টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশবিশেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে প্রমিত বাংলা উচ্চারণ প্রশিক্ষণ এর উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব এ টি এম কাউছার হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন পরিষদের সদস্য জনাব সিংইয়ং ম্রোঃ নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ শেখ শহিদুল ইসলাম ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ সফিউল আলম। প্রশিক্ষক হিসেবে আছেন বান্দরবান সরকারি কলেজের শিক্ষক জনাব বিপ্লব চক্রবর্তী। প্রশিক্ষণটি ২৪ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত চলবে। স্থান: জেলা পরিষদ সদর রেস্ট হাউজ।