Wellcome to National Portal
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd মার্চ ২০২০

২৮ ফেব্রুয়ারি ২০২০ রোজ শুক্রবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু কারাতে প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলার কারাতে খেলোয়াড়গণ অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মেসবাহুল ইসলাম, মাননীয় সচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মোঃ শাহিদুল এমরান, afwc, psc, জনাব কংজহ্রী, মাননীয় চেয়ারম্যান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, জনাব এ টি এম কাউছার হোসেন, মুখ্য নির্বাহী কর্মকর্তা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, জনাব মোঃ ইসলাম বেবী, মেয়র, বান্দরবান পৌরসভা, জনাব মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, বান্দরবান, ডাঃ অংসুইপ্রু মারমা, সিভিল সার্জন, বান্দরবান ও সভাপতিত্ব করেন জনাব ক্য শৈ হ্লা, মাননীয় চেয়ারম্যান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।


প্রকাশন তারিখ : 2020-03-02