Wellcome to National Portal
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ মার্চ ২০২১

২৮ ফেব্রুয়ারি ২০২১ বিকাল ৩.০০ টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদে ন্যস্ত পরিবার পরিকল্পনা বিভাগের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিদের মাঝে নিয়োগ পত্র হস্তান্তর করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি। সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব ক্য শৈ হ্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব এ টি এম কাউছার হোসেন, জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার জনাব রতন কুমার অধিকারী, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার জনাব আব্দুল কুদ্দুস ফরাজী, সিভিল সার্জন ডাঃ অংসুইপ্রু ও পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডাঃ অংচালু। আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যবৃন্দ, ন্যস্ত বিভাগের বিভাগীয় প্রধানগণ, সাংবাদিকবৃন্দ এবং নিয়োগপ্রাপ্ত ও তাদের অভিভাবকগণ।


প্রকাশন তারিখ : 2021-02-28