Wellcome to National Portal
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st সেপ্টেম্বর ২০২১

২০ সেপ্টেম্বর ২০২১ সকাল ১০.৩০ টায় বান্দরবান জেলা পরিষদ সভাকক্ষে মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা উন্নয়নে জেলা পরিষদের ভূমিকা শীর্ষক একটি ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করা হয়। এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব ক্য শৈ হ্লা। সভাপতিত্ব করেন এ পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব এ টি এম কাউছার হোসেন। আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে জনাব ক্যসাপ্রু, জনাব লক্ষীপদ দাস, জনাব মোজাম্মেল হক বাহাদুর, জনাব সিংইয়ং ম্রো, জনাব সত্যহা পাঞ্জি ত্রিপুরা, জনাব মাহবুবুর রহমান, মিসেস ফাতেমা পারুল, মিসেস তিংতিংম্যা, জনাব জুয়েল বম, জনাব শৈহ্লাচিং বাশৈচিং, জনাব দুংড়িমং মারমা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন, বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অংসুইপ্রু, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডাঃ অংচালু, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মংটিংঞো এবং সেভ দ্য চিলড্রেন ও তার পার্টনার এনজিও’র কর্মকর্তাবৃন্দ।


প্রকাশন তারিখ : 2021-09-20